রিয়ালে কী বাজে সময়টাই না কাটিয়েছেন কাকা! চার বছর আগে অনেক আশা নিয়ে মিলান ছেড়ে মাদ্রিদে পাড়ি দিয়ে নিজের স্বর্ণসময়টাই হারিয়ে এসেছেন তিনি। সাইড বেঞ্চে বসে থাকতে থাকতে সামর্থ্যে এখন মরচের ছোঁয়া। একসময় যাঁকে মেসি-রোনালদোর কাতারে বিচার করা হতো সেই কাকাই এখন হারিয়ে খুঁজছেন নিজেকে। নিজেকে ফিরে পেতে তাই রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আবার ফিরেছেন মিলানে। তার পরও কাকাকে নিয়ে প্রশ্ন, মিলানে কি নিয়মিত খেলার সুযোগ হবে তাঁর?
রিয়ালের মতো তারকায় ঠাসা নয় এসি মিলান।
সান সিরোতে তাই কাকার নিয়মিত মাঠে থাকাটাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রিও নিশ্চিত করেছেন মিলানে কাকা নিয়মিত একাদশেই খেলবেন।
আজ রাতে সিরি ‘আ’তে তোরিনোর সঙ্গে খেলাতেই পুনরায় মিলানের লাল-কালো ডোরাটাকা জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে কাকার। শুক্রবার সংবাদমাধ্যমের কাছে ব্যাপারটা জানিয়েছেন কোচ আল্লেগ্রি, ‘হ্যাঁ, মিলানে খুব সম্ভবত কাকা নিয়মিত একাদশেই খেলবে। সে এই মুহূর্তে ভালো ফর্মে আছে।
অনুশীলনেও সে দারুণ ঝরঝরে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।