রাজাকারের ফাসিঁর দাবিতে রাজপথের প্রতিরোধ মিছিলে ওরা আমায় করেছে বন্দি ওদের প্রতিরোধ দূর্গে আমি তখনও বুঝিনি ঝাঝালো গলায় তুলেছি স্লোগান 'আর কোনও দাবি নাই রাজাকারের ফাঁসি চাই' তখনও বুঝিনি এই চত্বর হয়ে যাবে প্রতিরোধের পাঠশালা তখনও বুঝিনি প্রজন্মের বুকে লুকিয়ে আছে এতো আগুনের শিখা তখনও বুঝিনি দ্রোহের আগুনে পুড়ে যাবে সব ভীরুতা পুরো বাংলাদেশটা হয়ে যাবে একই সূতায় গাঁথা রাষ্ট্রপক্ষ, এবার আমাদের মুক্তি দিন স্বাধীনতা না নিয়ে আমরা ঘরে যাবো না ..... প্রান্তিক জসীম ১৩.২.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।