আমাদের কথা খুঁজে নিন

   

‘চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সোনিয়া’

সোমবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে ধারণা করা হচ্ছে।
একটি সংবাদ সংস্থা দাবি করেছে, ভারতীয় পার্লামেন্টের দীর্ঘ অধিবেশনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।
কংগ্রেসের অজ্ঞাত জ্যেষ্ঠ এক নেতার বরাত দিয়ে দ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, “শারীরিক পরীক্ষার জন্য তার (সোনিয়া) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ”
২০১১ সালে অগাস্টে যুক্তরাষ্ট্রে সোনিয়ার অস্ত্রোপচার করা হয়। ২০১২ সালের সেপ্টেম্বরেও তিনি চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আবারও গিয়েছিলেন বলে পিটিআই জানিয়েছে।
গত সপ্তায় পার্লামেন্টে অসুস্থ হয়ে পড়লে ৬৬ বছর বয়সী সোনিয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন।
ইতালিয়ান বংশোদ্ভূত সোনিয়া গান্ধি ২০১১ সালে চিকিৎসাগ্রহণ শেষে জনসমক্ষে আসা কিছুটা কমিয়ে দিয়েছেন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের জরিপে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের মধ্যে ৬ষ্ঠ।
কংগ্রেস সোনিয়া গান্ধির শারীরিক অবস্থা সম্পর্কে কঠোর গোপনীয়তা অবলম্বন করে থাকে।

তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ২০১১ সালে সোনিয়া নিউ ইয়র্কের স্লোয়ান-ক্যাটারিং হাসাপাতালে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধির স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু-গান্ধি পরিবারের উত্তরসূরীদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.