আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসার পর পড়াশুনার নির্দেশ



সকালে পত্রিকা হাতে নিয়া মাথা ঘুইরা গেছে । তাহলে ঘটনাটা শুনেন। আমাদের জাতির গর্ব মহাচোর তারেকের মা ছেলেকে বিদেশে চিকিৎসার পর পড়াশুনার নির্দেশ দিয়েছেন। যায়যায়দিন পত্রিকাতে নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে শারিরিক অবস্থার উন্নতি হলে তারেকের বিদেশে পড়াশুনার পরিকল্পনা আছে। এ ব্যাপারে চোরের মায়ের কঠোর নির্দেশনা রয়েছে বলে পত্রিকাতে উল্লেখ করা হয়েছে।

চোরের মা আরো বলেন প্রয়োজনে তারেককে ১০ বছর বিদেশে থাকতে হবে। এই নিউজখান পরে প্রথমে হাসছি কিছুক্ষন । তারপর যে দেশে পড়াশুনা করব সে দেশের আগামী ৪/৫ বছর পরের অবস্থ চিন্তা কইরা হতাশ আমি। তারেকের পড়াশুনা তার পাশ্বপ্রতিক্রিয়াঃ ১। তারেক আসলে কোন লেভেল থেকে পড়াশুনা শুরু করবে এটা নিয়া চিন্তা হইতেছে।

২। যে ইউনিভার্সিটিতে /কলেজে/স্কুলে পড়বে সে প্রতিষ্ঠানের স্টুদেন্ট ইউনিয়ন ১ মাসের মাথাইয় ফান্ডশুন্য হয়ে যাবে। ক্ষেত্রবিশেষে প্রতিষ্ঠান দেওলিয়া হবার সম্ভবনা একেবারে ঊড়িয়ে দেয়া যায় না। ৩। আর অই দেশের অর্থনীতির ১২ টা না বাজাইয়া দেশে ফিরবনা।

তবে এই নিউজটা ২০০৮ এর সেরা জোকস এর তালিকাতে স্থান পেতে পারে। বিঃদ্রঃ ছবির দাড়িয়ালা(চোরের শুভাকাংখী হয়ত তারেককে মাদ্রাসাতে পড়ার জন্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.