সোনার দেশের স্বার্থ ও মর্যাদা
রক্ষায় দরকার অনন্য প্রচেষ্টা।
দূর করা দরকার অপচেষ্টা
উন্নয়ন করা যাবেনা অন্যথা।
বর্জণ করতে হবে বিলাসিতা
বর্জণ করতে হবে আড়ম্বরতা।
স্বস্তির উৎস করতে হবে সৃষ্টি
সমাজে এমনটাই হতে হবে কৃষ্টি।
প্রকৃত উন্নয়নের চিন্তা ও ভাবনা
না করলে উন্নয়ন কখনই হবেনা ?
নিশ্চিত করতে হবে অকৃত্রিম বন্ধুত্ব
তবেই সৃষ্টি হতে পারে প্রকৃত মহত্ব।
ভাবতে হবে গরীবের কথা
গরীবের মনে সীমাহীন ব্যথা।
অবশ্যই ছাড়তে হবে নষ্টতা-ভ্রষ্টতা
আল্লাহ্ দাতা, তিনিই দেবেন মহত্বতা।
দিতে হবে ন্যায় পথে সঠিক নেতৃত্ব
আল্লাহ্, তবেই দেবেন প্রকৃত শ্রেষ্ঠত্ব।
বিপর্যয় করতে মোকাবেলা
দরকার নির্ভীক সাহসিকতা-সততা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।