২৪ অগাস্ট ম্যাজেলান টেলিস্কোপটির প্রথম আয়না ব্যবহার করে অন্য টেলিস্কোপের চেয়ে দ্বিগুণ স্পষ্ট রাতের আকাশের ছবি তুলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এ কাজে ম্যাজেলানে ২০ টন ওজনের আয়না ব্যবহারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৮০ ফুট মাপের আয়নাটি নিয়ে টেলিস্কোপটির একই আকারের মোট সাতটি আয়নার মধ্যে তিনটি নির্মিত হল। এর ফলে মহাকাশের সূক্ষ্ম আলোও নির্ণয় করা যাবে। ২০২০ সালে টেলিস্কোপটি সম্পূর্ণ চালু হলে নাসার বিখ্যাত হাবল টেলিস্কোপের চেয়ে ১০ গুণ বেশি বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন হবে এটি।
ইউনিভার্সিটি অব অ্যারিজোনার অপটিক্যাল সায়েন্স বিভাগের গবেষণাগারে এ নিয়ে গবেষণা করা হয়। ইউনিভার্সিটিটির অপটিক্যাল সায়েন্স বিভাগের গবেষক অধ্যাপক ডেই উক কিম বলেন, “টেলিস্কোপে ব্যবহৃত আয়নার মধ্যে ম্যাজেলানেরটি সবচেয়ে বড়। এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় অপটিকাল মিরর। এর একেকটি আয়না তৈরি করতে সময় লেগেছে চার থেকে পাঁচ বছর।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।