আমাদের কথা খুঁজে নিন

   

কমলগঞ্জে অজ্ঞাত রোগে মরেছে শতাধিক ছাগল



কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছে আরও দুই শতাধিক ছাগল। গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে উপজেলার আলীনগর চা বাগানের বাজার লাইনের সঞ্চয় নুনিয়ার ২০টি এবং একই বাগানের বড় লাইনের ইন্দ্র প্রসাদ নুনিয়ার পাঁচটি ছাগল ও ভেড়া হঠাৎ করে মারা যায়। এ ছাড়া উপজেলার বড়চেগ, ছুনছড়া, চিৎলীয়া, কানাইদাশী, গোলেরহাওর, পদ্মছড়া চা বাগান, পতনউষার, আদমপুর, মাধবপুরসহ বিভিন্ন এলাকায় এ রোগে শতাধিক ছাগল ও ভেড়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে আরও দুই শতাধিক ভেড়া ও ছাগল আক্রান্ত হয়েছে বলে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সুত্রে জানা গেছে। কমলগঞ্জ উপজেলা পশুসম্পদ কর্মকর্তা হিরেশ রঞ্জন ভৌমিক বলেন, খাদ্যে বিষক্রিয়া ও দুর্বলতার কারণে এসব ছাগল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ছাগল ও ভেড়া পিপিআর নামের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঠিক নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.