আমাদের কথা খুঁজে নিন

   

কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় শিশু খুন

কমলগঞ্জ উপজেলায় করুণা বেগম নামে ৩ বছরের এক শিশুকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আজ ভোররাতে উপজেলার আদমপুর ইউপির ভানুবিল গ্রামে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নানার বাড়িতে বসবাসকারী শরীফ মিয়ার ঘরের দরজা ভেঙ্গে ঘুমন্ত অবস্থায় ৫/৬ জন দুর্বৃত্ত আক্রমণ চালায়। শরীফ মিয়ার ওপর হামলার সময় তার শিশু কন্যার মাথায় আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় আহত শরীফ মিয়া কমলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.