আমাদের কথা খুঁজে নিন

   

কমলগঞ্জে অপহূত স্কুলছাত্রী ৩২ ঘন্টা পর উদ্ধার

বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কমলগঞ্জে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নেয়ার ৩২ ঘন্টা পর সোমবার দিবাগত রাত ৮ টায় অচেতন অবস্থায়  রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে এলাকাবাসি।

শমশেরনগর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আবু বকর সিদ্দিক ও ছাত্রীর দূর সম্পর্কীয় আত্মীয় জাপা নেতা দুরুদ আলী জানান, শমশেরনগর হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর খ শাখার  ছাত্রী(সুমি) বার্ষিক পরীক্ষা দিয়ে রোববার দেড়টায় গ্রামের বাড়ি কেছুলুটি ফিরছিল। পথিমধ্যে ইসলামী মিশন এলাকা থেকে সে নিখোঁজ হয়।

এ ঘটনার পর ছাত্রীকে বের করে দিতে সন্দেহ মূলক ভাবে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউপির লালারচক গ্রামের আব্দুস সালাম ও সুমন মিয়া নামে দুই যুবকের উপর চাপ সৃষ্টি করা হয়। সোমবার সন্ধ্যায় একটি বাংলালিংক ফোন নম্বরে অজ্ঞাত স্থান থেকে ছাত্রীর পরিবার সদস্যদের জানানো হয়, বেশী তাড়াহুড়োর প্রয়োজন নেই নিখোঁজ ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

সোমবার রাত ৮ টায় শমশেরনগর-কুলাউড়া সড়কের কুনি মোড়া নাম স্থানে অচেতন অবস্থায় এই ছাত্রীকে পড়ে থাকতে দেখে লোকজন তাদের পরিবারে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীটি এখন গাইনী বিভাগের ডাক্তার ফারজানা আক্তারের অধীনে চিকিত্সাধীন থাকলেও কিছুক্ষন পর পর মুর্ছা যায়। ঘটনা সম্পর্কে কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ জানান, থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ছাত্রীর আত্মীয় দুরুদ আলী জানান, ছাত্রীর বাবা জমশেদ মিয়া হাসপাতাল থেকে ফিরে বিকালে  কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.