কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়
অবশেষে আষাঢ়ের বৃষ্টি শুরু হলো। অঝোর ধারায় এখন বৃষ্টি পড়ছে। কি যে ভাল লাগছে আমার। আমাদের বাঙ্গালী মানসের এই এক সমস্যা, আমরা যখন যেটা বেশী থাকে এটা নিয়েই বেশী ব্যস্ত থাকি। এই যেমন বলতে শোনা যায়, “ আষাঢ় মাসে এমন খরা আর দেখিনি।
” শীতের সময় কনকনে শীতে আবার তারাই বলেন আহারে এতো শীত আমার জীবনে দেখিনি। কিন্ত শীত চলে গেলে আবার আমরা ভুলে যাই, মনে রাখতে চাই না। আমাদের স্মৃতি আমাদের সাথে একটু বেশীই প্রতারণা করে বলে মনে হয়। অন্যবারের তুলনায় এবার বৃষ্টি আসতে দেরী হওয়ায় আবহাওয়া ছিল প্রচন্ড গরম আর খরতাপের। সেই সাথে স্মরণাতীত কালের ভয়াবহ লোড শেডিং জন জীবনকে বিপর্যস্ত করেছে।
যা এখনও বিদ্যমান আছে। বিগত সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে যেমন আমার বর্তমান রাজনীতিকরা পার পেতে চান তেমনি আমরা আম জনতা স্মরণ করি বিগত তত্ত্বাবধায়কের সময়ও এতো লোড শেডিং হয়নি। যাহোক এত সুন্দর একটি ইস্যু থাকলেও প্রাণহীন বিরোধী দল এই নিয়ে কোন হরতাল আন্দোলন করেনি এজন্য তারা ধন্যবাদ পেতে পারে।
প্রবীণ লোকের অভিজ্ঞাতায় জানা যায় তাদের গোটা জীবনে এমন বৃষ্টিহীন খরতাপের আষাঢ় তারা আর দেখেননি। যথারীতি কদম ফুটেছে।
আজ সকাল থেকেই ছুটির দিনে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
আসুক বৃষ্টি! ধুয়ে যাক যত ময়লা আবর্জনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।