এই ভেন্যুটি ছিল বেইজিং অলিম্পিকের অন্যতম একটি আকর্ষনীয় ভেন্যু। এখানেই মাইকেল ফেলপস (Michael Phelps) ৮টি স্বর্নপদক নিয়ে তার বিশ্ব রেকর্ডের ঝুড়ি পূর্ন করেছিলেন। সাঁতারের প্রায় সবগুলো ইভেন্ট-ই এখানে অনুষ্ঠিত হয়েছিল।
অনেকটা পানির বাবলের আদলে ডিজাইন করা হয় এই স্টেডিয়ামটি। সম্পূর্ন স্টেডিয়ামটি দেখলে মনে হয় একটা চতুর্ভুজ।
এর দেয়ালের বাবল কিউব গুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে ১০০০০০ বর্গমিটার ETFE, (Ethylene Tetrafluoroethylene)- একধরনের স্বচ্ছ প্লাস্টিক যা সূর্যের বিকিরিণ শোষন করতে পারে এবং এর ওজন কাচের ১% এবং সবচেয়ে বড় ব্যপার হলো এটি পরিবেশ বান্ধব। এর মাধ্যমেই চীনে প্রথমবারের মতো ETFE ব্যবহার শুরু হয়। বর্তমানে বেইজিং এ্যকুয়াটিক সেন্টার বিশ্বের সবচেয়ে বড় ETFE- এর তৈরি অবকাঠামো। এতে রয়েছে অত্যাধুনিক ভেন্টিলেশন সিস্টেম যার ফলে বাহিরে তুষার পড়লেও ভেতরের পরিবেশ থাকবে ঠিক বসন্তের মতই। রাতে এই স্টেডিয়ামটিকে আরো আকর্ষনীয় করার জন্য এতে প্রায় ৫০০,০০০ HB Led (High-Brightness Light-emitting diode) ব্যবহার করা হয়েছে।
যৌথভাবে এর ডিজাইন ও নির্মান কাজ করেছে PTW Architects, CSCEC, CCDI, এবং Arup যার মোট দর্শক ধারন ক্ষমতা ১৭০০০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।