ওঠ্ না'রে মন, ওঠ্ না... ডাকছে তোকে জোছনা...
২০০৮ সাল কোন পরিবর্তন ছাড়াই চলে গেল । গেল তো গেল, একেবারেই গেল!
অনেক দিন পর ব্লগে আসলাম । অক্টোবরে আমার দাদী মারা গেলেন, পরপর আরো অনেক ঘটনা, দূর্ঘটনা ঘটে আমার ছোট্ট সুন্দর জীবনটাকে তছনছ করে দিল!
এখন মনে হয়, দাদীর সাথে কেন আমি মারা গেলাম না!
কিছুদিন আগে দাদীকে স্বপ্নে দেখলাম । দাদী খুব হেসে হেসে আমার সাথে কথা বললেন । চোখে মুখে সে কি দ্যুতি! উনি অনেক অসুস্থ ছিলেন ।
কিন্তু স্বপ্নে দেখলাম একেবারেই সুস্থ একটা মানুষ । আমাকে দুইটা উপদেশ দিলেন । বললেন, ওগুলো যেন তাড়াতাড়ি করে ফেলি । ঘুম থেকে ওঠার পর দেখি ওই দুইটা উপদেশ ভুলে গেছি আর বাকি সব মনে আছে! অনেক চেষ্টা করসি দু'টা কথা কি বলেছেন মনে করতে কিন্তু বিধি বাম! কিস্সু মনে করতে পারি নাই! এই দুঃখে আমার মরে যাইতে ইচ্ছা করতেসিল!
মাঝে মাঝেই আমার মরে যাইতে ইচ্ছা করে কেন যে মরতেসিনা
আমি জানি, আমি মরে গেলে কেউ দুঃখ পাবে না । এইযে দাদী মারা গেলেন মাত্র কয়েকমাস হইল, এখন তো সবাই ভুলেই গেছে ।
অবশ্য আমি ভুলতে পারি নাই দাদীর মৃত্যুর দিন আমি এক ফোঁটাও কাঁদি নাই । সবাইকে সান্ত্বনা দিতে এমন ব্যস্ত হয়ে গেছিলাম যে কান্না-কাটি করার টাইম পাই নাই
যাক! খালি পেঁচাল পারতেসি!
আমার এই লেখা কেউ পইড়েন না । পড়লেও বইলেন না
আমার প্রচন্ড মন খারাপ
মরে যেতে চাই আমি
শুভ নববর্ষ মরে গেলে এটাই আমার শেষ ব্লগ । আর না গেলে আবার আসবো ভাল থাকবেন সবাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।