আমাদের কথা খুঁজে নিন

   

মেয়র খোকা আর সাবের ভাইকে বলছি



আপনারা ব্লগ দেখার সময় পান কিনা জানিনা। তবে সব নেতাদের ব্লগ দেখা উচিত। ওনাদের কোন ঘনিষ্ঠজন যদি ব্লগে থাকেন তাহলে তাদের বলবেন নিয়মিত ব্লগ দেখতে। আজকের কথায় আসি। সাবের ভাই যে আপনি যে এলাকা থেকে এমপি হয়েছেন আমি সেই এলাকার বাসিন্দা।

আর খোকা ভাই যেহেতু এখনও ঢাকার মেয়র আছেন তাই এক সঙ্গে দুজনকেই লিখলাম। বৌদ্ধ মন্দির থেকে বাসাবো কদমতলা হয়ে পূর্ব রাজারবাগ কালিমন্দির দক্ষিণগাও যাওয়ার একটিমাত্র রাস্তা। বৌদ্ধমিন্দর থেকে দক্ষিণগাও কাঠের ব্রিজ পর্যন্ত এসড়কটির দূরত্ব পাঁচ কিলোমিটার। এই পাঁচ কিলোমিটার সড়ক দিয়ে ওই এলাকার কত মানুষ যাতায়াত করে সে হিসাব সাবের ভাইর কাছে থাকার কথা। এখন কথা হচ্ছে ওই সড়কটি বহুবছর ধরে শুনে আসছি ৮০ ফিট চওড়া হবে।

কিন্তু তা কবে হবে তা ওই এলাকার মানুষ জানে না। কদমতলা মোড়ে ১০/১২টি দোকানের জন্য সড়কটি এতই সরু যে সেখানে সব সময় রিক্সাজট লেগেই থাকে। ট্রাক বাস ঢুকলেতো কথাই নেই। সকালে এই সড়ক দিয়ে অনেকগুলো স্টাফ বাস যায় তখন যানজট আরও বেশী হয়। আর বৃষ্টি হলে এসড়ক দিয়ে চলা কঠিন হয়ে যায়।

পানি কাঁদায় একাকার হয়ে যায়। সড়কটির দুই পাশে অনেকগুলো স্কুল আছে। বাচ্চাদের বেশীরভাগ মায়েরা স্কুলে আনা নেওয়া করে। আমি মটর সাইকেল নিয়ে প্রতিদিন আসি যাই। স্কুলের বাচ্চাদের ও তাদের মায়েদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে।

খোকা ভাই আপনি কিন্তু অনেক দিন ধরে মেয়র। শিগগিরই চলে যাবেন। আপনি কোনদিন ওইসব রাস্তা দেখতে বেড় হয়েছনে কিনা জানিনা। তবে আপনার অনেক জবাব দিহিতা আছে। ঢাকার মানুষে দুর্ভোগ দেখার দায়িত্ব আপনার।

বলতে পারেন ঢাকার অনেক সমস্যা এক সমস্যার সমাধান দেব কেমনে। সেটা বড় কথা না। সমাধান করতে পারেননা কেন মেয়র হতে গেলেন। আল্লাহর কাছে জবাব দিবেন কেমনে। নিজের পায়ে তো কাঁদা লাগেনা।

নিজে ভাল জায়গায় থাকেন। রাস্তাটির দিকে একটু নজর দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.