ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।
আনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টি হবে আজ
হলনা আর বৃষ্টি যখন মাথায় পড়ল বাজ
ভিটে মাটি ফাঁটি ফাঁটি আষাঢ় মাসের দিনে
বলতে পার কোন মহাজন বৃষ্টি নিল কিনে
গঙ্গা তিস্তা ব্যাঁরেজ হল টিপাই মুখী বাঁধ
পানির দরজা বন্ধ হতে আসছে নতুন ফাঁদ
জলের মরণ ফসল হরণ মরুর নিশানা
আজগবি সব গল্প গুজব ঘটছে ঘটনা
জলাধার যা ছিল তাহা ভরাট হল আজ
‘রিয়েল ষ্ট্রেট’ নামে চলছে দিন বদলের কাজ
বনকে বন গাছ কেটে আজ করছি উৎসব
এমনি কি আর আসছে ধেয়ে আইলার তান্ডব
মাঝ নদীতে ঘর তুলেছি দখল নিতে তারে
এমনি করে দিচ্ছি শিকল আমি আমার মারে
আরো আনেক ব্যাথা আছে বুকের মধ্যি খানে
বৃষ্টিহীন এই আষাঢ়টাই যেন ‘আষাঢ়ে গল্পে’র মানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।