বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জ ইকুরিয়া বিআরটিএ অফিসে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ২৩ দালালকে গ্রেফতার করেছে র্যাব। পরে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের সর্বোচ্চ ৩ মাসসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের সহকারি পরিচালক এএসপি আব্দুল্লাহ হেল হাদী জানান, ইকুরিয়া বিআরটিএ’র দুর্নীতি ও দালালদের নিয়ে রবিবার বাংলাদেশ প্রতিদিনে অনুসন্ধানি একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টের সূত্র ধরে র্যাবের ইন্টেলিজেন্স টিম প্রকাশিত সংবাদের সত্যতা পায় এবং এর ভিত্তিতেই অভিযান চালানো হয়। তিনি আরো জানান, ঘুষ আদান-প্রদান করার সময় ২৩ দালালকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে বিআরটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট সংশ্লিষ্ট প্রতিবেদনের জন্য বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মূলত এ রিপোর্টের সূত্র ধরেই আজকে এই অভিযান চালানো হয়েছে। র্যাবের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, অভিযানের সময় অনেক দালাল দৌড়ে পালিয়ে গেলেও টিটু (৩০), সুজন (২৯), মাসুম (৩০), সিদ্দিক (৪২), সোহেল (৩৫), শামীম রেজা (২৩), সুরুজ মিয়া (২৮), সহিদুল (১৮), রুবেল (৩০), সেন্টু (৪০), রিপন (২৯), রাজ্জাক (৪০), নান্নু (৩০), শিপন (২৮) সহ ২৩ দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাঁ প্রদান করা হয়।
ইকুরিয়া বিআরটিএ’র সহকারি পরিচালক আ. সাত্তার বলেন, এই অফিস দালালমুক্ত করতে আমরা সব চেষ্টাই করছি। কিন্তু, তারা এতোটাই প্রভাবশালী যে একদিনে নির্মূল করা সম্ভব নয়।
তবে এ ধরনে অভিযান নিয়মিত চললে আশা করি এখানে কোনো দালাল থাকবে না। উল্লেখ্য, গত রবিবার বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় বিআরটিএ তে দালালদের উৎপাত ও দুর্নীতি নিয়ে ‘প্রেসিডেন্ট আইলেও ট্যাকা লাগবো’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।