বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............
শুধু একটি ক্ষন; সকাল; বিকাল
ভালো থাকার জন্য
কত অযত্ন সহ্য করেছি নিদারুন অবলীলায়
শুধু একটি মুহুর্ত; সন্ধ্যা; রাত
ভালো থাকার জন্য
কত নিবির নির্যাতন সহ্য করেছি নির্ভবনায়
মনে মনে ভেবে শুধু সেই অর্থহীন; জলমগ্নতা
'সবুরে মেওয়া ফলে'।
এই একটু ভালো থাকবো বলে
সারারাত না ঘুমিয়ে তোমায় জ্বালানো
মশার সাথে যুদ্ধ করেছি;
ক্লান্তিহীন ঘুম ভেঙ্গে যাবে ভেবে
পাখা হাতে দাড়িয়ে থেকেছি;
হায়! ভালো থাকা হল কই?
আজো রাত্রিহীন প্রতিটি দিন আমার
দিনের আলো ফ্যাকাশে
স্বপ্নহীন ঘুমহীন চোখ; রাত ভোর
হারিয়ে যাওয়া পথের খোঁজ
নিশাচর প্রেতাত্বা সব ভুলে আধার খোঁজে; আবার
আর আমি আবারও ডুব মারি অন্ধকারে।
পরিত্রানের পথ খুঁজি কাপুরুষের মত
চোখ বন্ধ করে সাতরে বেড়াই স্রোতে
নিস্পলক চোখ বিরক্তির ঢেকুর তোলে
উপহাসের হাসি মুখের কোনে
আমি আর আমার অজানা ভবিষ্যত
আবার নতুন অনিশ্চয়তার পথে
বক্ষে ধারন করে সেই পুরনো কথা
'সবুরে মেওয়া ফলে'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।