আমাদের কথা খুঁজে নিন

   

'সবুরে মেওয়া ফলে'



রন্টি চৌধুরীর 'র‌্যাব। ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:২৩' পোষ্টের বিপরীতে এ পর্যন্ত ৫৯টি মন্তব্য পাওয়া গেছে। আর পোষ্টটি পঠিত হয়েছে ৪৪১ বার। এতদিন আমি একাই RAB এর বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে লিখেছি। এখন দেখছি আমাদের রন্টি চৌধুরীও সুন্দর একটি পোষ্ট দিয়েছেন।

ধন্যবাদ পোষ্টদাতা রন্টি বাবুকে। সুদুর জার্মানিতে থেকে আজকেও আমি একটি নাতিদীর্ঘ একটি পোষ্ট দিয়েছি। প্রসঙ্গ জাতিসংঘঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস। এবিষয়ে দৈনিক সংবাদ আমার লেখাটি উপসম্পাদকীয় হিসেবে ছেপেছে। যাহোক, 'মানুষ খুন' তাও আবার রাষ্ট্রীয় বাহিনীর হাতে মিথ্যা কল্পকাহিনীর ছদ্মাবরণে কথিত নটিক মঞ্চায়নের মাধ্যমে আমাদের গণমাধ্যমের সহায়তায় RAB প্রায় প্রতিদিনই কোননা কোনভাবে মএই কাপুরুষোতি কাজটি করে চলেছে।

গণতান্ত্রিক সরকার এবং বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আরোহনকারী মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলটির আমলেও চলছে জোড়া বিচার বহির্ভূত হত্যাকান্ড। কোন সুস্থ, স্বাভাবিক মানুষ এই 'মহত কীর্তি' টাকে সমর্থন করতে পারে এটা আমার ভাবতেই লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কিন্তু আমাদের দেশে অসংখ্য জ্ঞানপাপী আছেন যারা এই বিষয়টিকে অন্ধভাবে সমর্থন করে চলেছেন নংবাদ মাধ্যমসহ। বিষয়টি খুবই দু:খজনক। আইনের শাসন, শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী হলে সরকার অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করবে এবং RAB এর অন্যায় অত্যাচারের যারা শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আনুষ্ঠানিক সহানুভূতি প্রকাশ করবে এবং খুনি কাপুরুষ কালো বাহিনীর বিচার করবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।