মৌনতার দীর্ঘশ্বাস...
[এক বড় ভাইয়াকে দেখছি প্রতিনিয়ত তার ফাইল-পত্র নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে। কিছু হচ্ছেনা। ভয় হচ্ছে, আমার এখনো চাকরী করার যোগ্যতা হয়নাই। এখনই এই অবস্থা, আমাদের সময়ে কি হবে???]
আমি যামু কই?
এই দেশে উপায় নাই...
সবাই জিগায় মামু কই...?
হালায় আমি যামু কই??
আজকাল নাকি মামু বিনে
চাকরী নেওয়া যায়না কিনে
সবাই কয়,
চাকরী কি মায়ের হাতের খই...?
হালায় আমি যামু কই?
মামাও নাই, চাচাও নাই
ক্ষমতা অলা ভাই?
আরে সেইটাও নাই...
আমি বেকার আমার ডিগ্রি বেকার
বেকার ওই সবগুলান বই...
জীবনের প্যাঁচে আইটকা গেছি
এখন যামু কই...??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।