২০০৮ সালের বেইজিং অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস অনুষ্ঠানের জন্যে এই স্টেডিয়ামটি নির্মান করা হয়েছে যেটা বেইজিং অলিম্পিক ভিলেজে অবস্থিত। বর্তমানে বেইজিং জাতীয় স্টেডিয়াম বিশ্বের অন্যতম বড় একটি স্টীলের তৈরি অবকাঠামো। বিশ্বখ্যাত একটি সুইস ফার্ম এবং চীনারা যৌথ ভাবে এর ডিজাইন করেছে। স্টেডিয়ামটি দেখতে অনেকটা পাখির বাসার মত তাই এটি Bird’s Nest নামেও পরিচিত। চীনাদের কাছে এটি Niao Chao (鸟巢) বলেই অধিক পরিচিত যার মানে হলো “পাখির বাসা”।
২৪শে ডিসেম্বর, ২০০৩ স্টেডিয়ামটির নির্মান কাজ শুরু হয় এবং ২৮শে জুন, ২০০৮ এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। এটি তৈরিতে ব্যয় হয়েছে ৪২৩ মিলিয়ন মার্কিন ডলার। সম্পূর্ন স্টেডিয়ামটি ২১ হেক্টর জমির উপর দাঁড়িয়ে আছে। এর আসন সংখ্যা ৯১০০০। এছাড়া রয়েছে ১১০০০ অস্থায়ী আসন।
প্রায় ১৭০০০ লোক স্টেডিয়ামটি তৈরিতে কাজ করেছে।
এটি ছিল ২০০৮, বেইজিং অলিম্পিক গেমসের প্রধান ভেন্যু। অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও এতে অনুষ্ঠিত হয়েছিল অ্যাথলেটিক্স ও ফুটবল। এখানেই উসাইন বোল্ট ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।