আমি এবং আমরা
প্রথম স্ক্রিপ্ট টি লিখেছিলাম সেই ২০০৪ সালে, আসকি মোডে বাংলা এক্সপ্রেসে বিজয় ইন্টারফেসে লেখার সুবিধা দিতে। এরপর মেজর রিফ্যাক্টরিং হয়েছিল ২০০৬ সালে সামহোয়্যারইন ব্লগ ইউনিকোড করার সময় (ইউনিজয়) । তারপর এসেছে ফোনেটিক, ২০০৬ সালের জুলাইয়ে।
এরপর থেকে স্ক্রিপ্টগুলো অলমোস্ট আগেরমতই আছে, মাঞ্চু মাহারা (সবুজ কুন্ডু) আপডেট করেছে এগুলো, তারপর আমি অ্যাড করেছি ইন্টেলিজেন্ট ফোনেটিক পার্সার টা। মাঝে এসেছে প্রভাত এবং ইনস্ক্রিপ্ট (মাঞ্চু)।
সবশেষে প্রথম আলো ব্লগ তৈরী করার সময় রিলিজ দিয়েছি বিজয় (ইউনিজয় না) এবং ভার্চুয়াল কীবোর্ড
আমার জানামতে রাজু (প্রজন্ম ফোরামের), ইফতেখার এবং রাশেদ (আমার ব্লগের) এবং রায়হান (নির্মান ব্লগের) ছাড়া ছাড়া ভাবে তাদের অ্যাপ্লিকেশনের জন্য কিছু কুইক ফিক্স/হ্যাক ছেড়েছেন, ধন্যবাদ তাঁদেরকেও।
আমার এবং মাঞ্চুর প্রতিটা রিলিজের পিছনে কাজ করেছে অমি আজাদ। প্রতিটা স্ক্রিপ্ট রিলিজ দেয়া হয়েছে এলজিপিএল লাইসেন্সের অধীনে (তবে খুব শিঘ্রই আমি এটা চেঞ্জ করে নিউ-বিএসডি করে ফেলব )
এখন আমি চাইছি ফিক্স হগুলো একসাথে করতে এবং আপনাদের পরামর্শ অনুযায়ী স্প্রিপ্ট গুলো আপডেট করতে। সেজন্য আপনার যদি আমাকে আপনাদের পরামর্শগুলো জানান আমি চেষ্টা করব সে অনুযায়ী একটা রিলিজ প্ল্যান করতে। তাতে আশাকরি সবার জন্যই স্ক্রিপ্ট গুলো আরো বেশী করে কাজে আসবে (কারন এখন অলমোস্ট ৯০% বাংলা ওয়েব অ্যাপগুলোতে এই স্ক্রিপ্ট গুলো ব্যবহার করা হয়)
আমাকে পরামর্শগুলো জানান এই ইমেইলে।
কারো যদি সচলায়তন বা আমার ব্লগ বা প্রথম আলোতে অ্যাকা্উন্ট থেকে থাকে অনুগ্রহ করে সেখানে একটা ডুপ্লি পোস্ট করবেন কি?
বাংলা কম্পিউটিং সহজ হোক সবার জন্য - আরো সহজ হোক দিন দিন - এই কামনায়। আমি আশা করব আপনারা যারা প্রোগ্রামিং জানেন (বা জানেন না) এগিয়ে আসবেন ওপেন সোর্স বাংলা কম্পিউটিং কে সমৃদ্ধ করতে, সামর্থ্য অনুযায়ী।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।