আমাদের কথা খুঁজে নিন

   

তেলেসমাতি স্ক্রিপ্ট

একমাত্র ব্যানমুক্ত ব্লগ!

ছাগুর আর্কাইভের মতো করে আমিও হাগুর আর্কাইভ বানানোর বুদ্ধি করছিলাম! পরদিন বাঁশরাফের উট গবেষণা বিষয়ক একটা পোষ্ট দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আমার পোষ্ট দুইটা "টপ রেটেড" পোষ্টের শেষ দুই স্থান দখল করে আছে। দেখে অবাক হয়ে গেলাম। আমার সামহোয়্যার ইনে তিনটা আইডি আছে। কিন্তু ওগুলো দিয়ে নিজের পোষ্টে রেটিং করে আনন্দ পাই না।

বিকালে দেখা ছাগুর সাথে। ছাগুকে দেখলাম "টপ রেটেড" পোষ্টের ব্যাপারে খুবই ক্ষ্যাপা! ছাগু কইলো ১০০০ আইডি বানাবো, তারপর "টপ রেটেড" পোষ্টের দফারফা কইরা দিবো। আমি ছাগুরে কইলাম, "১ মিলিওন আইডি বানান। " ছাগু কইলো, "ব্যাপার না। তেলেসমাতি স্ক্রিপ্ট বানাইছি! ১০০০ বানাইতে যতক্ষন লাগবে, এক মিলিওনে তার চাইতে সামান্য বেশী সময় লাগবে।

" মুগ্ধ হয়ে অপেক্ষা করতে লাগলাম। সারাদিন বসে রইলাম। ওদিকে ছাগু সারারাত জেগে রইলো,আমার যখন সন্ধ্যা হয় তখন গুনে দেখলাম ৪০ টা আইডি হয়েছে! বুঝলাম না কি তেলেসমাতি স্ক্রিপ্ট বানাইলো!বইসা বইসা ইমেইল আইডি বানাইয়া সামহোয়্যার ইনে নিক রেজিষ্ট্রেশন করলে একরাতে ১০০ টা আইডি বানানো সম্ভব! ××××××××××××××××××× তারপর তেলেসমাতি কিছু ব্যাপার ঘটলো। সামহোয়্যার ইনের টপ রেটেড পোষ্ট গুলো থেকে কিছু পোষ্ট ঝরে পড়ে গেল। এর মধ্যে কয়েকটি পোষ্ট ছিল "ছাগু গং" কতৃক লিখিত।

নতুন কিছূ পোষ্ট এসে জায়গা করে নিল সেস্থানে। প্রথমেই যা মনে হলো, তাহলে কি সেই পোষ্ট গুলোতেও একই পদ্ধতি অনুসরণ করে টপ রেটেড লিষ্টে নিয়ে আসা হয়েছিল। এখন কলঙ্ক ঢাকার জন্য এই ছাগলামী প্রচেষ্টা? হতেও পারে! ××××××××××××××××××× তবে একটা ব্যাপার বুঝলাম। ছাগু "হাসান মোরশেদ" কে ডরায়। বিশ্বাস না হলে টপ রেটেড পোষ্টের দিকে তাকিয়ে দেখেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.