আপনি _আমি সবাই জানি প্রায় সকল মিডিয়া টক-শো করে। এতে কারো আপত্তি নেই বা থাকা উচিত ও নয়। টক-শোর নামে স্বেচ্চার বা নিজের মতার্দশ/দলের/রাজনৈিতক উদ্দেশ্যপূর্ন বক্তব্য গ্রহন যোগ্য নয়। তাছাড়া যারা উপস্থিত(অধিকাংশ) হন তাদের সততা/তারা যা বলেন তা কতটুকু বিশ্বস করেন এপ্রশ্ন থেকে যায়। অমরা যদি পিছনে ফিরে দেফি- র্বতমানের সাথে মিলাই অমি নিশ্চিত তাদের স্বরুপ দেখা যাবে।
তাছাড়া মিডিয়ার নির্লজ্জ/দায়িত্বহীন ভুমিকা ও। ২৫শে ফেব্রুয়ারী সকালে ঘটনা রাতে চ্যানেল ওয়ানে টক-শো,কেন এত তাড়াতাড়ি টকশো করতে হবে। কেন-ই বা দেশের বরেণ্য/জগণ্য ব্যক্তিগন উপস্থিত হন?অবশ্য ২৫শে ফেব্রুয়ারী রাতে আনিসুল হক/রহমান(অমি য়দি ভুল না করে থাকি) উপস্থিত ছিলেন। তিনি অবশ্য কৌশণে উত্তর দিয়েছেন। যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন কিছু ব্যাক্তিকে ঘুরে -ফিরে বিভিন্ন ছ্যানেলে দেখা যাবে।
মিযিয়া বলেই সকল জবাবদিহিতার ঊর্ধ্বে হতে পারে না। বিশেষ করে স্পর্শ কাতর বিষয় গুলোতে সর্তক থাকতে হবে সবাইকে। কেননা সেখানে জাতীয় স্বার্থ জড়িত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।