আমাদের কথা খুঁজে নিন

   

Talk show/Talkative show



আপনি _আমি সবাই জানি প্রায় সকল মিডিয়া টক-শো করে। এতে কারো আপত্তি নেই বা থাকা উচিত ও নয়। টক-শোর নামে স্বেচ্চার বা নিজের মতার্দশ/দলের/রাজনৈিতক উদ্দেশ্যপূর্ন বক্তব্য গ্রহন যোগ্য নয়। তাছাড়া যারা উপস্থিত(অধিকাংশ) হন তাদের সততা/তারা যা বলেন তা কতটুকু বিশ্বস করেন এপ্রশ্ন থেকে যায়। অমরা যদি পিছনে ফিরে দেফি- র্বতমানের সাথে মিলাই অমি নিশ্চিত তাদের স্বরুপ দেখা যাবে।

তাছাড়া মিডিয়ার নির্লজ্জ/দায়িত্বহীন ভুমিকা ও। ২৫শে ফেব্রুয়ারী সকালে ঘটনা রাতে চ্যানেল ওয়ানে টক-শো,কেন এত তাড়াতাড়ি টকশো করতে হবে। কেন-ই বা দেশের বরেণ্য/জগণ্য ব্যক্তিগন উপস্থিত হন?অবশ্য ২৫শে ফেব্রুয়ারী রাতে আনিসুল হক/রহমান(অমি য়দি ভুল না করে থাকি) উপস্থিত ছিলেন। তিনি অবশ্য কৌশণে উত্তর দিয়েছেন। যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন কিছু ব্যাক্তিকে ঘুরে -ফিরে বিভিন্ন ছ্যানেলে দেখা যাবে।

মিযিয়া বলেই সকল জবাবদিহিতার ঊর্ধ্বে হতে পারে না। বিশেষ করে স্পর্শ কাতর বিষয় গুলোতে সর্তক থাকতে হবে সবাইকে। কেননা সেখানে জাতীয় স্বার্থ জড়িত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।