এই পথ যদি না শেষ হয় . . .
ঢাকায় আসি দিন পনের আগে। স্কয়ার হসপিটালের পিছনে একটি ম্যাচে উঠেছি। ঢাকায় আসার আগে ভেবেছিলাম ব্রডব্যাড কানেকশন নিব। আহা কি সুখকর স্মৃতি। ভাবতাম গ্রামীন ফোনে যখন ২৮-৩১ কেবি/সে পাই তখন ব্রডব্যান্ডে নিশ্চয় এর থেকে বেশি পাব।
কিন্তু আমার স্বপ্ন গতকাল মাঠে মারা গেল। ১২০০ টাকায় আমাকে দিতে চেয়েছে ২৫৬ বা ৩২ কেবি/সে। কিন্তু এখন অবদি পাচ্ছি ১৯-২২ কেবি/সে.। কারন কি বুঝতে পারছি না। আমি গ্রামীনফোনে আমার জেলাতে(রাজবাড়ী) পেতাম ২৮-৩১ কেবি/সে মাত্র ৯৮০ টাকার(প্রায়) বিনিময়ে।
আর আমি তার থেকে প্রায় ২২০ টাকা বেশি দিয়েও তার থেকে ৬-৯ কেবি/সে কম পাচ্ছি।
আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি কি আমার ইন্টারনেট প্রোভাইডারের সাথে যোগাযোগ করব? নাকি সবাইকে এরা এভাবেই স্পিড কম দিয়ে থাকে।
অনুগ্রহকরে আমাকে পরামর্শ দিন। আমার খুব প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।