আমাদের কথা খুঁজে নিন

   

ব্রডব্যান্ড স্পীড: বুঝিতে পারছি না আমি ঠগিলাম নাতো!

এই পথ যদি না শেষ হয় . . .

ঢাকায় আসি দিন পনের আগে। স্কয়ার হসপিটালের পিছনে একটি ম্যাচে উঠেছি। ঢাকায় আসার আগে ভেবেছিলাম ব্রডব্যাড কানেকশন নিব। আহা কি সুখকর স্মৃতি। ভাবতাম গ্রামীন ফোনে যখন ২৮-৩১ কেবি/সে পাই তখন ব্রডব্যান্ডে নিশ্চয় এর থেকে বেশি পাব।

কিন্তু আমার স্বপ্ন গতকাল মাঠে মারা গেল। ১২০০ টাকায় আমাকে দিতে চেয়েছে ২৫৬ বা ৩২ কেবি/সে। কিন্তু এখন অবদি পাচ্ছি ১৯-২২ কেবি/সে.। কারন কি বুঝতে পারছি না। আমি গ্রামীনফোনে আমার জেলাতে(রাজবাড়ী) পেতাম ২৮-৩১ কেবি/সে মাত্র ৯৮০ টাকার(প্রায়) বিনিময়ে।

আর আমি তার থেকে প্রায় ২২০ টাকা বেশি দিয়েও তার থেকে ৬-৯ কেবি/সে কম পাচ্ছি। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি কি আমার ইন্টারনেট প্রোভাইডারের সাথে যোগাযোগ করব? নাকি সবাইকে এরা এভাবেই স্পিড কম দিয়ে থাকে। অনুগ্রহকরে আমাকে পরামর্শ দিন। আমার খুব প্রয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.