ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
গতকাল ঘোষিত তাদের নতুন প্যাকেজে যা দেখলামঃ
১. ১২৮ কেবিপিএস গতির দুই গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউনলোড- ৩০০ টাকা
২. ৫১২ কেবিপিএস গতির ৮ গিগাবাইট পর্যন্ত ডাটা ডাউনলোড- ১,২০০ টাকা
৩. ১ মেগাবাইট গতিতে ১৬ গিগাবাইট ডাটা ডাউনলোড-২,৪০০ টাকা
সাথে লাগবে ৫০০ টাকা নিবন্ধন ফি এবং ৬০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ।
৪. দিনের প্যাকেজ (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত )-যথাক্রমে; ৩ মাসের জন্য ২,১০০ টাকা (১২৮ কেবিপিএস), ৩,৬০০ টাকা (২৫৬ কেবিপিএস) এবং ৬,০০০ টাকা (৫১২ কেবিপিএস)
৫. রাতের প্যাকেজ (৮টা থেকে সকাল ৮টা)-বেশি হবে, কত পাইনি।
সাথে লাগবে ৩০০ টাকা নিবন্ধন ফি এবং ৫০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ।
৬. আনলিমিটেড পোষ্টপেইড-মাসে যথাক্রমে; ৮,০০ টাকা (১২৮ কেবিপিএস), ১,২০০ টাকা (২৫৬ কেবিপিএস), ২,০০০ টাকা (৫১২ কেবিপিএস)
সাথে লাগবে ৫০০ টাকা নিবন্ধন ফি এবং ৬০০ টাকা সেটআপ কনফিগারেশন চার্জ।
সার্ভিসগটি পাওয়া যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা, যশোর, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহসহ অন্যান্য বড় শহরে।
আমার বাসার জন্য একটা লাইন নিবো ভাবছি....কারো জানা আছে এদের সার্ভিস কোয়ালিটি সম্পর্কে...বাজারের অন্যান্য আইএসপি/মোবাইল কোম্পানির তুলনায় এদের দাম কেমন? দেশে আমার বাসায় টেকি লোকজন নেই....তাই পুরো গাইড লাইনটা এখান থেকে পাঠাতে হবে....আর হ্যা আমার বাসা চট্রগ্রামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।