আমাদের কথা খুঁজে নিন

   

সাবিনার কন্ঠে সুমনের গান

আমি এক ফেরিওলা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই

স্বামী কবির সুমনকে সঙ্গে নিয়ে নিয়ে ‘সলো অ্যালবাম’ বের করতে যাচ্ছেন সাবিনা ইয়াসমিন। তিনি জানান, তার এই সলো বেরুবে এ বছরের রোজার ঈদে। ১০ গানে সাজানো এই অ্যালবামের সবগুলো গানের কথা, সুর, এবং সঙ্গীত পরিচালনা করছেন কবির সুমন। সাবিনা ইয়াসমিন গ্লিটজকে বলেন, “অনেকদিন আগেই এই অ্যালবামের কাজে হাত দেবার কথা ছিল। কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে সুমন ব্যস্ত থাকায় তা হয়নি।

” তিনি আরো জানান, “এরমধ্যেই ৮টি গানের কাজ শেষ হয়েছে। বাকি ২টি গানের কাজ খুব তাড়াতাড়িই শেষ করতে পারবো। ” পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস দলীয় লোকসভার সদস্য কবির সুমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বাংলাদেশের এই প্রখ্যাত গায়িকা বলেন, “সুমন শুধু আমার প্রিয় মানুষই নন, গানের দিক থেকেও তিনি আমার খুব প্রিয় এক ব্যক্তিত্ব। আমি তার গাওয়া অনেক গানই খুব পছন্দ করি। ” গীতিকার সুমনের কথা বলতে গিয়ে তার সহধর্মিণী আরো বলেন, “এই অ্যালবামের জন্য সুমন যে গানগুলো লিখেছেন সেগুলো খুব ভালো হয়েছে।

” তবে সাবিনার এই সলো অ্যালবামের নামটি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।