সাবিনা ইয়াসমিন সাভারের রানা প্লাজার পঞ্চমতলায় স্যামটং অ্যাপারেলস গার্মেন্টস এ কাজ করতেন।
তিনি জামালপুর সদরের আউলাই শ্রীকৃষ্ণপুর গ্রামের আশরাফ আলী বাদলের স্ত্রী।
বুধবার বেলা ১১ টায় তার মরদেহ বাড়ি আনার পর তার তিন বছরের ছেলে সালমানসহ স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাবিনার স্বামী আশরাফ আলী বাদল বলেন, তিনি সাভারে ঠেলাগাড়ি চালান। স্ত্রী সাবিনা চলতি বছরের জানুয়ারি থেকে স্যামটং অ্যাপারেলস গার্মেন্টসে সুইং অপারেটর পদে যোগ দেন।
মঙ্গলবার ধ্বংস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের পর গলার চেইন এবং হাতের বালা দেখে সাবিনাকে শনাক্ত করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।