সাবিনার গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে ‘পথ চাওয়াতেই আনন্দ’ অ্যালবামটি ভিসিডি আকারে প্রকাশিত হচ্ছে। অপর অ্যালবাম 'আমি সন্ধ্যা দীপের শিখা' প্রকাশিত হচ্ছে অডিওসিডি আকারে।
অ্যালবাম দুটি প্রসঙ্গে সাবিনা বলেন, “বহু বছর আগে আমার ও তপন মাহমুদের গাওয়া একটি দ্বৈত গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিলো। এরপরে আমার গাওয়া রবীন্দ্রসংগীতের কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি। কবিগুরুর সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে আমি একটি টিভি অনুষ্ঠানের জন্য বেশকিছু রবীন্দ্রসংগীত গেয়েছিলাম।
ওই গানগুলোই এই অ্যালবামে রয়েছে। ”
তিনি আরও বলেন, “হয়তো রবিঠাকুরের গান নিয়ে আর অ্যালবাম করা হবে না। তবে আমার ইচ্ছা নজরুলসংগীতের একটি অ্যালবাম করা। আশা করি, আগামী বছর অ্যালবামটি প্রকাশ করতে পারব। তাছাড়া তরুণদের সুরে একঝাঁক নতুন শিল্পী নিয়ে একটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশেরও ইচ্ছা রয়েছে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।