এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একজন নির্বাহী বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট এশিয়ায় একটি সামজিক সঙ্কট। প্রবৃদ্ধি হার হ্রাস পাওয়ায় প্রায় ৬ কোটি লোক দারিদ্র্যের যাঁতাকলে পড়ে রয়েছে। এডিবির ব্যবস্থাপনা মহাপরিচালক রজত এম নাগ এক সাক্ষাতকারে বলেছেন, অর্থনৈতিক সঙ্কটের সামাজিক ফল খুবই মারাত্মক। এটাই আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। নাগ বলেন, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাইরে উন্নয়নশীল এশিয়ায় ২০০৮-৯ সালে জিডিপি প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে।
এতে প্রায় ৬ কোটি লোক দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে।
এছাড়া, আরও এক কোটি লোক অপুষ্টির শিকার হবে এবং পাঁচ বছরের কম বয়সী ৫৬ হাজার শিশু মারা যাবে। পূর্ব এশিয়া সংক্রান্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক চলাকালে তিনি এ মন্তব্য করেছেন। ফোরামে বক্তারা সম্মত হয়েছেন যে, সঙ্কুচনশীল পশ্চিমা বাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে এ অঞ্চলকে তাদের রফতানিমুখী প্রবৃদ্ধি মডেলে পুনঃভারসাম্য আনতে হবে।
নাগ এএফপি ও অন্যান্য বার্তা সংস্থার সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, এশিয়াকে এখন তাদের উৎপাদিত পণ্য নিজেদের কাছেই বিক্রি করতে হবে।
তিনি বলেন, এশিয়ায় কম সঞ্চয় ও বেশী ব্যয়ের মাধ্যমে দারিদ্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভোগ বাড়াতে হবে। নাগ বলেন, এশিয়ার দুটি দিক রয়েছে, একটি উজ্জ্বল যা ভাল করছে এবং অন্যদিকে রয়েছে ৯০ কোটি মানুষ যারা প্রতিদিন মাত্র ১ ডলার ২৫ সেন্টের কম ব্যয়ে জীবন ধারণ করে। এটি কোন উজ্জ্বল দিক নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।