ছু মন্তর ছু (কিংবা যন্তর মন্তর) দিয়ে আজ বাংলাদেশ থেকে ১টি ঘন্টা হারিয়ে যাবে। ১৯শে জুন রাত ১১:০০ থেকে রাত ১১:৫৯ এ আপনি কী করেছিলেন তার হদিস পাওয়া যাবেনা ইতিহাসে।
একটি ঘন্টা এভাবে বেমালুম গায়েব হওয়ার ঘটনার বাংলাদেশী স্বাক্ষী হতে পেরে আমার কিন্তু কিছুটা পুলক অনুভব হচ্ছে। কোন এক যাদুকর যেন তার যন্তর মন্তর দিয়ে ১টি ঘণ্টা গায়েব করে দিচ্ছে। ভাবতেই অবাক লাগছে আমার।
যাই হোক। 'যন্তর মন্তর' কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি হিসাবে 'গিনিস বুকে' স্থান পেয়েছে। ভারতের জয়পুরে শতাব্দী প্রাচীন এই ঘড়িটি তৎকালীন জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়। এই বিষয়ে জানতে পড়ুন Click This Link
যেটা বলছিলাম, সরকার তার হাতের যাদুর কাঠির 'যন্তর মন্তর' দিয়ে আমাদেরকে ১ ঘন্টা এগিয়ে নিচ্ছেন দিনের আলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।
এর উপযোগিতা সময় বলে দেবে।
তবে সরকারের যেকোন ভাল উদ্যোগে সমর্থন দেয়া কর্তব্য বলে মনে করি।
চিন্তা করে দেখুন, কত ক্ষমতা থাকলে ১টি ঘন্টা সরকার হাওয়া করে দিতে পারে। আশা করি, টিপাইমুখের বাঁধের ব্যাপারেও সরকার পদক্ষেপ নিবেন। সরকার 'না' বলে দিলে ভারতের সাধ্য নাই এই বাঁধ নির্মাণ করে। যদি, 'না' বলতে ব্যর্থ হয়, তা হবে সরকারের ১২ টা বাজিয়ে দেবে জনগণ।
তখন, 'দিন বদলের' সরকার রাতের অন্ধকারে পালানোর পথ পাবেনা।
যারা সরকার দলীয় সমর্থক বন্ধু আছেন, তাদের বলি, আপনাদের দায়িত্ব বেশি। আপনারা সরকারকে বুঝান। সাহস দিন।
আজ সময় ১ ঘন্টা আগাচ্ছে, সমস্যা নাই।
কিন্তু, এই সরকারের সময়ে যদি টিপাইমুখে বাঁধ হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই সময় আর ফিরে পাওয়া যাবে না।
সময় থাকতে হুঁশিয়ার। টিপাইমুখ বাঁধ হলে সরকারকে দিনের বদলে রাতে জীবনযাপন করতে হবে। অতএব, দিন বদলের যাত্রীরা - হুঁশিয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।