যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বোর্ড মিটিং-এ শেষবারের মত অংশ নিলাম। মোট আঠারোটা বোর্ড মিটিং হবে যার মধ্যে পনেরটাতে আমি ও রফিক ভাই একসাথে ছিলাম। তারপরে তিনি হঠাৎ করে এক গভীর রাতে অনিদৃষ্ট গন্তব্যে চলে গেলেন।
যে চেয়ারটাতে রফিকভাই বসতেন সেটাকে সামনে রেখে গতকাল আমি আমার জায়গায় বসে ছিলাম। শূণ্য চেয়ারটা শূণ্য থাকেনি।
নতুন এ্যাডমিন ম্যানেজার সেটাকে দখল করেছেন।
কিন্তু রফিক ভাই চেয়ারটা জুরে ঠিকই ছিলেন। তবে এরপরে মুখোমুখী অদৃশ্য রফিক ভাইয়ের দিকে তাকিয়ে মনে পড়বে না নানান খুনসুটির গল্প। দৈব প্রলম্বিত প্রতিশ্রুতিতে রফিকভাই আটকে রাখলেন প্রায় দেড় বৎসর। অথচ জগতের ম্লান কালগুলো ধেয়ে আসছে ক্রমশঃ যা বিস্মৃতির গহীনে নিয়ে যাবে রফিক ভাইয়ের এই অদৃশ্য যোগাযোগও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।