ব্লগিং এ নতুন হলেও ভিজিটর হিসেবে আমি এখানে আসি বেশ অনেকদিন হয়ে গেল। ভাল লাগল বলেই শেষ পর্যন্ত একজন ব্লগার হিসেবে আত্মপ্রকাশের লোভটা সামলাতে পারলামনা।
অনেক কিছুই দেখি এই ব্লগে- একদিকে সুস্থ লেখা, অন্যদিকে অসুস্থ চর্চা তথা দলাদলি, গালাগালি, চামচামি, নোংরামি। তবে অসুস্থ চর্চা গুলোর অসুস্থতার সীমানা অতিক্রান্ত হবার বেশ পরে হলেও মডুরা আবার কখনো কখনো খড়খ হস্তে হাজিরও হন। খারাপ কি?
আচ্ছা, আমার লেখাটি কি সামুর বিরুদ্ধে চলে গেল? না না, তা কিন্তু নয়।
আসলে লেখার হাত কাঁচা তো, একটা বুঝাতে যাই আরেকটা হয়ে যায়।
আসলেই এটা সত্য যে, আমার দেখা(এবং বোঝা) শ্রেষ্ঠ ব্লগ এটিই। তার সবচেয়ে বড় প্রমান, গাজী মোহাম্মদ সায়ীদ শুধু এখানেই ব্লগিং করেন।
হা হা হা হা।
বিঃ দ্রঃ ভেবেছিলাম "আলু" ব্লগ হয়তো কিছু একটা করে দেখাবে।
কিন্তু পারেনি, পারবেওনা। শুধু মাত্র "বাবা" দের দালালীর উদ্দেশ্যে যে ব্লগের সৃষ্টি, সেটি কখনো জননন্দিত হবেনা, এটা খুবই স্বাভাবিক। তাইনা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।