রাজধানীর ছয়টি রেল ক্রসিং-এ ওভারপাস নির্মাণ করবে যোগাযোগ মন্ত্রণালয়। মহানগরের যানজট নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। রেল ক্রসিংগুলি হলো: স্টাফ রোড, মগবাজার, মালিবাগ, এফডিসি, সায়েদাবাদ ও জুরাইন রেল ক্রসিং।
বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার মগবাজার রেলক্রসিংয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ থাকার কারণে রেলক্রসিংগুলোতে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।
এছাড়া রেলক্রসিংয়ের কারণে যানযটেরও সৃষ্টি হচ্ছে। এই যানযট নিরসনে ঢাকার স্টাফরোড, মগবাজার, মালিবাগ, এফডিসি, সায়েদাবাদ ও জুরাইন রেলক্রসিংয়ের ওপর দিয়ে ওভারপাস নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানালেন তিনি। এছাড়া রাজধানী থেকে গাড়ির চাপ কমাতে ৫টি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
গত বুধবার রাজধানীর মগবাজার রেলগেইটে সামনে-পেছনে বিশাল জ্যাম থাকায় একটি যাত্রীবাহী বাস রেললাইনের উপর থেকে সরতে না পারার ফলে ট্রেনের সঙ্গে সংঘর্ষে মারা যায় একজন এবং আহত হয় আরও একজন। বাসের ধাক্কায় তিনটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেলও দুমরে মুচরে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।