আমাদের কথা খুঁজে নিন

   

যানজট নিরসনে এবার ঢাকাতে উড়াল পথ

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

রাজধানীর যানজট নিরসনে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত উড়াল পথ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছে। এ কাজের দরপত্র আহ্বানের প্রস্তাব বুধবার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে এ কাজের ক্ষেত্রে কমিটি যোগাযোগ মন্ত্রণালয়কে একটি শর্ত দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "উড়াল সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু করতে শর্তসাপেক্ষে যোগাযোগ মন্ত্রণালয়কে অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে উড়াল সড়ক বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে। " তিনটি পর্যায়ে এ সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। মুহিত বলেন, "উড়াল সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের সঙ্গে গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণের বিষয়টিও এগিয়ে নিতে হবে। " সভায় বঙ্গবন্ধু যমুনা সেতুর টোল আদায় এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তরে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনও আগ্রহী প্রতিষ্ঠান না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে সভায় উত্থাপিত মংলা বন্দরের দু'টি জেটি নির্মাণের প্রস্তাব পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ পরিবহনমন্ত্রী আফসারুল আমীন, মন্ত্রিপরিষদ সচিব এমএ আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.