মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা পেতে একজন রেজিষ্ট্রেশন করেছেন, আসুন দেখি ওনার পরিনতি।
আপনি কোন ভাষায় কথা বলতে চান- বাংলা হলে ১ চাপুন, ইংরেজী হলে ২, জাপানি হলে- ৩ ..
ভাই বাংলা, বাংলা ১, ১ আ-আমার বুকে ব্যথা।
ওয়েল, বুকের বা পাশে ব্যথা হলে ১ চাপুন, ডান পাশে হলে ২ চাপুন
ভাই মরে গেলাম, তাড়াতাড়ি বলুন কি করব?
ব্যথা কখন থেকে? সকাল থেকে হলে ৬ চাপুন, বিকেল থেকে হলে ৯ এবং সন্ধ্যা থেকে হলে ..
উহ। উহ্। একটু আগে থেকে, বেশী ব্যথা তাড়াতাড়ি ওষুধের কথা বলুন ..
আপনার পরিবারের কোন কোন সদস্যের বুকে ব্যথা হয়, দাদার হলে ৫ চাপুন, খালুর হলে ৮, দুলাভাইয়ের হলে ..
আহ! হি ! উহ্
হ্যালো ! হ্যালো কথা বলছেন না কেন? অজ্ঞান হলে ১ চাপুন, মরে গেলে ২ ..
হ্যালো, আমার ভাই অজ্ঞান হয়ে গেছে।
ওহ! ওনার মনে হয় হার্ট এ্যাটাক হয়েছে, ওনাকে একটি হাসপাতালে নিয়ে যান।
এ্যাম্বুলেন্স প্রয়োজন কোন হাসপাতালের নাম্বার দিন।
দুঃখিত! হাসপাতাল সংক্রান্ত তথ্য জানতে ডায়াল করুন ৯৬৯৬ নাম্বারে এবং রেজিষ্ট্রেশন করুন।
হাসপাতাল তথ্য সেবায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ দিতে চাইলে ১ চাপুন, পরামর্শের জন্য ২ চাপুন।
ভাই এ্যাম্বুলেন্স লাগবে তাড়াতাড়ি পাঠান।
আপনি ধানমন্ডি হলে ১ চাপুন, মহাখালি হলে ২, ভুতের গলি হলে ৩ ..
থামেন থামেন খিলগাও হলে কত চাপতে হবে বলেন?
ওয়াও ! ভেরি গুড! ওখানে আমাদের পরিচিত হাসপাতাল আছে। এ্যাম্বুলেন্স এখনি চাইলে ১ চাপুন, পরে চাইলে ২ চাপুন।
ভাই মনে হয় লাগবে না রোগী মারা গেছে।
স্যরি স্যার।
নাড়ী পরিক্ষা করুন। নাড়ী পাওয়া গেলে ১ চাপুন, না পেলে ২।
আর ১, ২ চাইপা কি লাভ রোগী তো মারাই গেল।
মৃত্যু পরবর্তী সেবা পেতে ডায়াল করুন ০০০০।
স্বাগতম, আপনার বন্ধু মারা গেলে ১ চাপুন, আত্মীয় হলে ২, ..
ভাই কাফনের কাপড় কোথায় পাব?
অবশ্যই বলছি স্যার, মার্কিন কাপড় হলে ১ চাপুন, সুতি নরমাল হলে ২।
কাপড় তো একটা হইলেই হলে তাছাড়া ..
দুঃখিত পর্যাপ্ত পরিমান টাকা না থাকায় আপনার বর্তমান সংযোগটি বিচ্ছিন্ন করা হইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।