ভালবাসার বিপরীতে যে সব শব্দেরা খেলা করে
তাদের চিনি নাই এখনো।
তাদের কি চিনেছো তুমি?
যদি চিনে থাকো তবে
সেই রহস্যের ঘন অন্ধকারে
কীভাবে খেলা করো তুমি,
জোনাকির মতো?
নিভে যাও
আবার জ্বলে ওঠো।কীভাবে
এই পৃথিবীর পাপে?
পাপ
সেও বুঝি আলো ।
কোনো সুদূর অন্ধকারে
জ্বলেছিলো যে স্বপ্নের আলো
তা শুধু ধুয়ে দেয় ,
ধুয়ে দেয়
আমাদের,
এখনো , এই অন্ধকারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।