আমাদের কথা খুঁজে নিন

   

এডিট করুন যেকোন ওয়েবসাইট

নাসির খান সৈকত

বিভিন্ন সময় ওয়েব সাইটের লেখা প্রিন্ট করার প্রয়োজন হয়। কিন্তু সবসময় ওয়েবসাইটের সব লেখা দরকার নাও হতে পারে। কোন ওয়েব সাইটের হয়তো খুব অল্প পরিমান অংশ প্রিন্ট করা প্রয়োজন এবং আপনি চাইছেন না যে ঐ পাতার বাকি অংশটুকু থাকুক। তাহলে ঐ নির্দিষ্ট অংশটুকু কপি করে একটি নতুন ডকুমেন্টে লিখতো হতো তারপর প্রিন্ট করা। Nuke Anything Enhanced নামের ফায়ার ফক্সের একটি অ্যাডঅন রয়েছে যেটি ব্যবহার করে এই কাজটি করা যায় খুব সহজে। কোন ওয়েবসাইট থেকে অ্যাড বা ফ্ল্যাশ ভিডিও মুছে ফেলার মত সাইটের অপ্রয়োজনীয় লেখাগুলিও বাদ দিতে পারবেন যেকোন পাতা থেকে। অ্যাডঅনটি ইনস্টলের পর নির্দিষ্ট লেখা নির্বাচন করে মাউসের ডান বাটন চাপলে মেনু থেকে লেখা মুছে ফেলার অপশন পাবেন। কোন নির্দিষ্ট অংশের লেখা বা নির্বাচিত অংশ ছাড়া অন্যান্য অংশ মুছতে বা রেখে দিতে পারবেন। এমনকি আনডু অপশনও পাবেন মেনুতে। অ্যাডঅনটি নামাতে পারবেন এখান থেকে https://addons.mozilla.org/en-US/firefox/addon/951

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.