আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ প্লাটফর্ম ও একজন মুক্ত ব্লগার



যতদুর জানি, সামহোয়্যার ইন ব্লগ চালু হয়েছিল বাংলায় লেখালেখি বা ব্লগিং এর ধারার সূচনা করার জন্য। একই উদ্দেশ্যে চালু হয়েছিলো সচলায়তন, প্যাঁচালী কিংবা আমার ব্লগ এবং প্রথম আলো ব্লগ। হতে পারে কখনো কখনো উদ্যোক্তাদের মধ্যে মতপার্থক্য এই কাজটিকে কিছুটা ত্বরান্বিত করছে; কিন্তু একাধিক ব্লগ প্লাটফর্মের বিষয়টা কেবল সময়ের ব্যাপারই ছিল। উদ্যোক্তা বা সার্ভিস প্রভাইডার যেই হোক না কেন, একজন ব্লগার বরাবরই কলম স্বাধীন। সে, যে কোন প্লাটফর্মকেই তার মত প্রকাশের জন্য বেছে নিতে পারে, সে তার মত প্রকাশের সুবিধার কারণে এক ব্লগ থেকে সরে এসে অন্য ব্লগে লিখতে পারে; তার লেখার বিষয়বস্তুর মালিকানা কেবল তারই, তার পাঠকেরা তার ব্লগেরই অংশ।

কোন সুনির্দিস্ট প্লাটফর্মের নয়। পাঠকের সাথে তার মতপ্রকাশটা ব্লগের আচরণবিধি দ্বারা সংরক্ষিত হতে পারে, কিন্তু সেটা কখনোই তাকে সংকীর্ণ বন্ধনে রাখতে চাইবে না। মডারেশন, ব্যান ইস্যু বেশ কিছু ব্যাপার নিয়ে গত কয়েকমাস ধরেই সা ইন এ অনেকে নানা ভাবে মত প্রকাশ করে আসছিলেন, এটা নিয়ে দীর্ঘ বিতর্ক কখনো শেষ হবে বলে মনে হয় না। বিতর্ক শেষ হওয়াটাও জরুরী নয়, তবে তার মাধ্যমে প্লাটফর্ম যেন আরো বেশী ব্লগারমুখী, মুক্ত চিন্তামুখী হয়ে উঠে এটাই কাম্য। এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে ব্লগার তনুজা সম্পর্কিত একটি পোস্টের কারণে (পোস্ট টি মুছে না ফেলা হলে সেখানেই লিখতাম)।

নিজ পোস্টে বা মন্তব্যে একজন ব্লগার, তার ভাবনাচিন্তা গুলি, কাউকে আহত না করে অবশ্যই বলার অধিকার রাখে। এটা সমর্থন করা না করা পাঠকের নিজের ব্যাপার। অনেকেই ব্যক্তিগত ব্লগ লিংক নিজ মুল পাতায় রাখেন। ( নুশেরা, চাচামিয়া, ছন্নছাড়ার পেন্সিল) এটা পাঠককে নিজের সাথে আরো বেশী সম্পৃক্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অবশ্যই তিনি তা করতে পারেন।

তাই, আমি যদি কখনো মনে করি, অন্য প্লাটফর্মে আমার প্রকাশিত লেখাগুলি আমার পাঠকেরা পড়ুক- সেটা জানানো,একজন মুক্ত ব্লগার হিসাবে সেটা আমার অধিকার। সা ইন কর্তৃপক্ষও এটা নিয়ে কোন বিধিনিষেধ রেখেছে বলে আমি মনে করিনা। তবে একটা বিষয় দুঃখজনক, ব্লগ নীতিমালা বা কর্তৃপক্ষের আচরণ কে দায়ী করে সেই অযুহাতে অন্য ব্লগে যাবার ঘোষণা কিংবা কোন প্লাটফর্মকে হেয় করার চেষ্টা ঠিক মানানসই মনে হয়না আমার কাছে। যতক্ষণ মত প্রকাশের স্বাধীনতা দেয়া আছে, ততক্ষণ নিজের মতটা জোরালো ভাবে প্রকাশ করাটাই শোভন। আর কখনো কেড়ে নেয়া হলে (ব্যান হলে) অন্য প্লাটফর্মের উম্মুক্ত দ্বার তো থাকলোই।

এই প্রসঙ্গে হাসিবের কথাটা বলতেই হয়। তার ব্যাপারে অনেক ব্লগারই এখনো নিজেদের মত নানা পোস্টে দিয়ে থাকেন, দিতে পারছেন; সেটাও যদি কর্তৃপক্ষ একদম নিষিদ্ধ করে দেয়; তখন ব্লগাররা কিছুটা শংকিত বোধ করবেন বৈকি। তখন তাকে ব্লগিং এর মৌলিক অধিকার লঙ্ঘনের নামান্তর তুলনা করলে দোষ দেয়া যাবেনা। সাবাইকে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.