আমি ঢাকা শহরেরই বাসিন্দা । আপনাদেরই মতো । শিরোনামটা উপভোগ করা শুরু করি সেই সকাল থেকেই ।
ধরুন, বাসা থেকে বেরিয়ে রিকশার জন্য দাড়িয়ে আছি মোড়ে যাবো ।
দশ মিনিট ঠায় দাড়িয়ে আছি, কিন্তু কোনো বান্দা যাবেনা ।
কেউ কেউ আবার ফিরেও তাকায়না । মজার ব্যাপার হলো এরাই অন্য সময়ে কই যাইবেন, কই যাইবেন করে অস্হির হয়ে যায় ।
ফলাফল - সাত সকালেই মাথা গরম, ২ কিমি. হাটা, এরপর বাসের জন্য টিকেট কেটে লম্বা লাইন দিয়ে দাড়িয়ে দাড়িয়ে ঘামানো, গুতোগুতি করে বাসে উঠে ঠ্যাং একদিকে তো মাথা অন্যদিকে অবস্হায় কোনমতে ঝুলে ঝুলে বিদ্ধস্ত হয়ে অফিসে পৌছানো এবং দেরিতে পৌছানোয় বসের শৈণ দৃষ্টি ।
ভাই, ফিরবার পথে একই অবস্থা ।
কিভাবে আমি সভ্যতার এই অভিশাপ হতে মুক্তি পাবো আমার জানা নেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।