আসুন ভালো কিছু চেস্টা করি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ভাড়া করা একটি বিমানে শাহরুখ খান নিউ ইয়র্কের কাছে একটি বিমানবন্দরে নামলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রাখে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পরে ইয়েল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে তিনি ছাড়া পান ।
শাহরুখ খানকে বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে রাখার বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা ।
তিনি বলেছেন " বার বার এধরনের ঘটনা হচ্ছে আর তারপরে দু:খ প্রকাশ করা হচ্ছে । মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি চলতে দেওয়া যায় না ।
"
ওয়াশিংটনের কাছে এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নিরুপমা রাওকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রী জানিয়েছেন ।
একই বিমানের অন্যান্য সহযাত্রীদের দ্রুত ছেড়ে দিলেও শাহরুখ খানকে ঠিক কেন আটকে রাখা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়।
ছাড়া পাওয়ার পর ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে অবশ্য আটক থাকার ঘটনাটি নিয়ে মশকরা করেছেন শাহরুখ খান ।
তবে ভারতের কূটনৈতিক, রাজনৈতিক আর চলচ্চিত্র জগত ঘটনাটিকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না । বিভিন্ন মহল থেকে কড়া প্রতিবাদ জানানো শুরু হয়েছে ।
উল্লেখ্য, এর আগেও শাহরুখ খান সহ ভারতের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের অজুহাতে মার্কিন বিমানবন্দরগুলিতে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনা ঘটেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।