আমাদের কথা খুঁজে নিন

   

গরুটা কোথায়??

ফেসবুক আইডি:নাই

এক লোকের গরু হারিয়ে গেছে- কোথাও সে খুজেঁ পাচ্ছেনা, খুজঁতে খুজঁতে ক্লান্ত হয়ে পার্কের এক কোনায় এসে বিশ্রাম করছে। পার্কের অপর এক কোণে বসে 'কপত কপতি আলাপ আলোচনায় বিভোর, কপত কপতিকে বলছে - আমি তোমার চোখে চোখ রাখলে পুরো প‌ৃথিবীটাকেই দেখি। এমন সময় পাশে বসে থাকা গরু হারানো লোকটি উঠে এসে বলে - আমি আমার গরুটা খুঁজে পাচ্ছিনা, ভাই দয়া করে ওনার চোখে চোখ রেখে খুঁজে দেখে বলুন তো আমার গরুটা কোথায় আছে। ------------- প্রশ্ন: চাঁদে একজন রাজাকার | এর মানে কী? উত্তর: সমস্যা | প্রশ্ন: চাঁদে দু’জন রাজাকার |এর মানে কী? উত্তর: মহা সমস্যা | প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে | এর মানে কী? উত্তর: পৃথিবীতে সমস্যার সমাধান! ------------ প্রশ্ন: রাজাকার আর এক বালতি গোবরের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর: ঐ বালতিটা। ----------- ১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু : গিয়েছিলাম।

১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু : প্রায় সবটাই। ১ম বন্ধু : মানে? ২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা। ------------ নিয়োগকর্তা - আপনার শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার নিয়োগকর্তা - বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি অপর আবেদনকারী (পুত্র) - আজ্ঞে বি এস, সি , স্যার নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি ।

মহিলা আবেদনকারী (মা) - আজ্ঞে এম, এস,সি নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন । স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন নিয়োগকর্তা - কেন? কেন ? মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন । ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।