আমাদের কথা খুঁজে নিন

   

জু'মা বারের নিবেদন -১ (খোদা ও বন্দে খোদার নিকট ক্ষমাপ্রার্থনাপূর্বক)



(সুফিবাদী হবো সেই যোগ্যতা আমার কই? তবে বিশ্বস্রষ্টার সাথে সম্পর্কহীনতায় হৃদয়ের একটি অংশ চির-তৃষিত, চির-অপূর্ণ থাকে - এই উপলব্ধি অনুবাদেরই উদ্ধত এ প্রয়াস - আশা করি ক্ষমার চোখে দেখবেন) ১. তামস অমার আঁধার ভীতু দেখে যা এই ক্বলবের হালৎ- জাহেলীপনার কালা আগুন জ্বলছে কেমন হাবিয়াবৎ। ২. ইশ্‌কে রব্বা ইশকে খুদা কে শেখাবে! কে শেখাবে? বেহেশতী নূর জাহেল ক্বলবে কে ঢালিবে! কে ঢালিবে? ৩. নূর-ই-শামস কি হুর ই জান্নাত জাহিরি রূপেই আত্মহারা? ইশ্‌ক বাতেনীর দর্দ পেলে তো দিল ফেটে তুই পড়বি মারা! ৪. খুদার যিকর বেঈমান রূহ্‌ ভুলে রয় হায় ভুলে রয়- রোগের এলাজ পেয়েও মরিস এমন মোরিছ্‌ কেউ কি হয়। ৫. কমজোর মোর মোরাক্বাবা কমজোর এই ইবাদৎ! তবুও তোরই চাই যে দিদার কুরবান মোর ইহজগৎ। ৬. গলদ রাস্তা গলদ মন্‌জিল এমন জাহিল মুসাফির এক- বিশ্বজাহান সবই তোমার তাইতো বলছি লাব্বায়েক। ছবিসূত্র: ইন্টারনেট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.