আযান হয়ে গেছে। কী করে এতোটা সময় গড়িয়ে গেলো, টের পাই নি। এখানে বসে শুনতে পাচ্ছি ওয়াজ। বিষয়, শয়তানের কুমন্ত্রণা। এই মৌলভীরা বিশ্বজগৎ সম্পর্কে এতো উদাসীন যে, শুধু পরকাল আর অলৌকিক বিষয় নিয়েই বলতে পারে। বানিয়ে বানিয়ে যা ইচ্ছে বলার সুবিধেটা আর কোথায় আছে!
নামাজ পড়তে যাই, আর অধীর অপেক্ষায় থাকি কখন এইসব মুর্খামি বকবক থামবে।
আচ্ছা, এদের বই পড়ানোর উপায়টা কী?
বই না পড়লে এরা জানবে কী করে, যে কী তারা জানে আর কী জানা উচিৎ। বই না পড়লে জ্ঞানী হতে পারবে না, মোল্লাই থেকে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।