পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
প্রথম পরিচ্ছেদ - শেষের শুরুঃ
আর মাত্র তিনদিন, এর পর থেকে আমরা স্বাধীন?...[স্বাধীন মানে ফ্রি!]
Officially আমাদের শেষ ক্লাস হয়ে গেছে গ্রীষ্মের ছুটির আগেই, মাত্র দুটা কুইজ একটা মিডটার্ম, দুটা রিপোর্ট আর একটা প্রেজেন্টেশন ই যা বাকি...!
আমাদের শেষ অফিসিয়াল ক্লাসের শেষে আমাদের জুনিয়র পিচ্চিগুলা আমাদের সেরকম একটা বিদায় সংবর্ধনা দিয়েছিল, যেটার শেষের দিকে আমরা কেউই চোখের পানি আটকে রাখতে পারিনি...এতবার করে ওদের বললাম যে খবরদার আমাকে কাঁদানোর কোনই চেষ্টা করবিনা, 'কিউকি মেরা মেকআপ খারাপ হো যায়েগা!' কিন্তু দুষ্টু বাচ্চাগুলাতো আমারি ছোট ভাই/বোন, ওরা কি আমার ডায়লগে কান দেয়? তাই যা হবার তাইই হল চোখের আর নাকের জলে মাখা মাখি হয়ে আমার ছবিগুলোতে আমার আসল রুপ বেড়িয়ে পড়ে আমাকে দেখাতে লাগল শেঁওড়া গাছের ভুতের মত!
দ্বিতীয় পরিচ্ছেদ - শুরুর শেষঃ
...কিছুদিন ধরে কেবলই মনে হচ্ছিল যে এই ঘোড়ার ডিমের ক্লাসগুলা বন্ধ হয়না কেন?...কিন্তু এখন ভাবতে কেমন কেমন যেন লাগছে, এই চার বছর স্ট্যাটের কোন চিপা দিয়ে বের হয়ে গেল আল্লাহ মালুম!
নিজের বয়েসের কথা চিন্তা করে তো আরও তব্দা খেয়ে যাচ্ছি...আমিতো পারলে এখনও বলি যে আমার বয়েস বাও কিংবা তেও...আসলেযে সেটা ২৩ এর কোটা পার হয়ে ২৪ এর দিকে যাচ্ছে এটা ভেবেই আমার স্পাইনাল কর্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে...[নাউজুবিল্লাহ!]
এই শীতল স্রোতের ব্যাপারটাও বড় মজার, সে আজকাল প্রায়ই আমার মেরুদন্ডের আনাচে কানাচে উঁকি দেয়, যখনি ভাবি সেমিস্টারতো প্রায় শেষের দিকে, ইন্টার্ন কই করব, তারপরে চাকরী কি আদৌ পাব কিনা, চাকরী না করে কি এমবিএ করব কিনা...উফফ!...এইসব নানাবিধ চিন্তায় আমার ছোট্ট মস্তিষ্কটা আজ বড়ই পিড়ীত! আল্লাহ মালুম সামনে কি আছে!
এর মাঝে কিছুদিন কাটলো আমার চরম ঝগড়াময় পরিস্স্থিতির মধ্যে দিয়ে...আমি আবার চরম পটপটানী খালি বন্ধু বান্ধবের সাথেই করতে পারি... আমার দ্বারা আর যাই হোক, ঝগড়া হয়না...কারন ১। ঝগড়ার মত পরিস্থিতির শিকার হলে আমি খুব রেগে যাই, ২। রেগে গেলে আমি কথা বলতে পারিনা, ৩। শুধু কথা বলতে পারিনা তাইইনা, রেগে গেলে আমি মাঝে মাঝে তোতলা হয়ে যাই, ৪। সর্বোপরি তখন আমার চরম কান্না পায়, আর ৫। আমি কান্না কাটি এক্কেবারে লাইকাইনা...
এখন পরিস্থিতি শান্ত, all quiet on the western front! ...কারন অশান্তির উৎসটাকে আমিই সমূলে উৎপাটন করেছি... এখন আমার শুধু চিন্তা বয়েসটাকেতো আর আটকানো যাবেনা, নাহয় এমবিএ করার নাম করে বিয়ের হাত থেকে নিজেকে আরও দুটা বছর বাঁচাই! তবু গভীর রাতে মাঝে মাঝে যখন মন খারাপ হয় তখন কিছু গান শুনি, গান শুনে কান্না পেলে কাঁদি, আমার হাল্কা হওয়া নিয়ে কথা, কিভাবে হলাম তাতে কার কি এসে গেল?
আরও অনেক কথা আছে বলার...আমিযে বরাবরের মতই বেশি কথা বলব তাতে নতুনত্বেরই বা কি আছে?...কিন্তু লেখার জায়গাটা যখন ব্লগ তখন আমার বেচারা পাঠকদের জন্যে এখানেই আপাতত শেষ করাটা উচিত হবে...
কিছু জিনিস শেয়ার করি...আমার এখনকার ফেসবুক স্টাটাসঃ
" সময়ের সাথে সবকিছুই বদলে যায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলে যায়, বদলে যায় ভালবাসা, কিছু পরিবর্তন স্বাভাবিক, কিছু আমাদের চোখকে পীড়া দেয়, মাঝে মাঝে পুরানোকে ভেবে আমরা লম্বা লম্বা নিঃশ্বাস নেই, অতিরিক্ত অক্সিজেনটুকু মস্তিষ্ককে স্বস্তিতো দেয়ইনা, বরং মনে করিয়ে দেয় আমাদের যে যা একবার বদলেছে তাকে ফেরানোর কোনই উপায় নেই আমাদের ... তাই আমরা আফসুস খাই আর বলি, ' কস কি মমিন!' "
আর প্রোফাইল ছবিঃ
আর যে গানটা গত কয়েক ঘন্টা ধরে আমার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করছে...
Linkin Park---Leave Out All The Rest
I dreamed I was missing
You were so scared
But no one would listen
Cause no one else cared
After my dreaming
I woke with this fear
What am I leaving
When I'm done here
So if you're asking me
I want you to know
[Chorus]
When my time comes
Forget the wrong that I've done
Help me leave behind some
Reasons to be missed
And don't resent me
And when you're feeling empty
Keep me in your memory
Leave out all the rest
Leave out all the rest
[End Chorus]
Don't be afraid
I've taken my beating
I've shared what I made
I'm strong on the surface
Not all the way through
I've never been perfect
But neither have you
So if you're asking me
I want you to know
[Chorus]
When my time comes
Forget the wrong that I've done
Help me leave behind some
Reasons to be missed
Don't resent me
And when you're feeling empty
Keep me in your memory
Leave out all the rest
Leave out all the rest
[End Chorus]
Forgetting
All the hurt inside
You've learned to hide so well
Pretending
Someone else can come and save me from myself
I can't be who you are
[Chorus]
When my time comes
Forget the wrong that I've done
Help me leave behind some
Reasons to be missed
Don't resent me
And when you're feeling empty
Keep me in your memory
Leave out all the rest
Leave out all the rest
Forgetting
All the hurt inside
You've learned to hide so well
Pretending
Someone else can come and save me from myself
I can't be who you are
I can't be who you are
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।