আমাদের কথা খুঁজে নিন

   

রি-সাইকেল বিন টিপস্



সাধারনত হার্ড ডিস্ক থেকে কোন কিছু ডিলিট করলে রি-সাইকেল বিনে জমা হয়। বাই ডিফ্লট রি-সাইকেল বিনে যেকোন হার্ড ড্রাইভের ১০% লোড নেয়ার ক্যাপাসিটি কনফিগারড থাকে। অর্থাং, ধরুন আপনার ডি ড্রাইভের ধারন ক্ষমতা ১০ গিগা বাইট. এক্ষেত্রে আপনি যদি ১গিগা সাইজের কোন ফাইল ডিলিট করেন তাহলে সেটি রি-সাইকেল বিন এ পাবেন। কিন্তু আপনি যদি ১ গিগার চাইতে বেশি কোন ফাইল ডিলিট করেন তাহলে সেটি রি-সাইকেল বিন এ আর খুজে পাবেন না। এ সমস্যা থেখে মুক্তি পেতে যা করতে হবে-রি-সাইকেল বিন এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ এ ক্লিক করতে হবে। তারপর configure drives independently রেডিও বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রেতিটি হার্ড ড্রাইভ এ ক্লিক করে করে 100 % দিতে হবে। এখন আপনার ডি ড্রাইভ যদি সম্পূর্ণ ডিলিট ও হয়ে যায় পুরোটাই রি-সাইকেল বিন থেকে রি -স্টোর করতে পারবেন। টিপসটা ভালো লাগলে + দিবেন। না লাগলে -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।