মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............
জয়পুরহাট সরকারি কলেজে ফি বৃদ্ধি বিরোধী আন্দোলনে ছাত্র লীগ, ছাত্র শিবির, ছাত্র দলের সন্ত্রাসীদের যৌথ হামলার প্রতিবাদে আজ বিকাল ৫:৩০ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সাতমাথায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি সাদেক হোসেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কিবরিয়া হেসেন, সমীর দাস, শ্যামল কুমার বর্মণ, রাধা রানী বর্মণ, শীতল সাহা, আনোয়ারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষাকে সংকুচিত করার লক্ষ্যে বিভিন্ন ভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। ২০০৭-০৮ শিক্ষা বর্ষে অনার্স পার্ট-১ এর ফরম ফিলাপে একেক শিক্ষা প্রতিষ্ঠানে একেক রকম ফি নির্ধারণ করা হয়েছে। যেমন সরকারি আযিযুল হক কলেজে ১১০০-১৪০০ টাকা অপরদিকে জয়পুরহাট সরকারি কলেজে ২২০০-২৪০০ টাকা। ছ্ত্রা ফ্রন্ট যখন এই ফি বৃদ্ধির প্রতিবাদে সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্ত করে আন্দোলন করছিল তখন আন্দোলনরত ছাত্র ফ্রন্টের নেতা কর্মীদের উপর প্রশাসনের পরোক্ষ ভুমিকায় ছাত্রলীগ-ছাত্র শিবির-ছাত্র দলের সন্ত্রাসীরা যৌথ ভাবে হামলা করে ১০-১২ জনকে গুরুতর আহত করে। বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়। সেই সঙ্গে আন্দোলনের সাথে সঙ্গতি জ্ঞাপন করে প্রসাশনের নিকট বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।