আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী জয়পুরহাট গাইবান্ধায় তাণ্ডব

এছাড়া চট্টগ্রামে যানবাহনে আগুন এবং বেশকয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের মুরাদপুরে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে এসে একটি বাস, একটি সিএনজি অটোরিকশা এবং দুটি টেম্পোতে আগুন দেয়।
এ সময় শিবিরকর্মীরা আট থেকে দশটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সটকে পড়ে।
চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গাড়িতে আগুন দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।


নগরীর বেশ কয়েকটি স্থানেও ককেটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। এছাড়া চট্টগ্রাম-কক্সেবাজার মহাসড়কের সাতাকনিয়ার হাসমতের দোকান এলাকায় একটি পিকআপে আগুন দিয়েছে তারা।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর ও জয়পুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
মতিহার থানার এসআই আবুল কালাম আযাদকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, জামায়াত-শিবিরকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিনোদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। পরে পাশের দোকানও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।


জয়পুরহাটে জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলার সাধারণ সম্পাদকের বাসায় আগুন দিয়েছে জামায়াত শিবিরকর্মীরা।
জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার খবর শুনে মঙ্গলবার রাত ৮টার দিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শহরে জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়। তারা ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশের বৈদ্যুতিক বাতি নিভিয়ে যানবাহন, দোকানপাট ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় তারা শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।


এরপর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সেখান থেকে ফেরার পথে স্থানীয় কালিবাজরে ছাত্রলীগকর্মী মনির হোসেনের প্রতিভা ইলেকট্রনিক্স এর দোকান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী রাসেলের উত্তর বাসস্টান্ডে হার্ডওয়ারের দোকান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের ব্যক্তিগত অফিসসহ ১০/১২ টি বাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও শট গানের গুলি নিক্ষেপ করে। রাত পৌনে ১০টা পর্যন্ত জামায়াত-শিবিরের তাণ্ডব চলছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।