আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা কেনার মজার কাহিনী



কাহিনীটি আমার এক বন্ধুর। সেদিন আমরা পাঁচ জন গিয়েছিলাম বসুন্ধরাসিটিতে, আমাদের উদ্দেশ্য ছিল একটি ডিজিটাল ক্যামেরা ক্রয় করা । গ্রামিন ফোনের সেল বাজার থেকে খুঁজে বের করা হয়েছিল ঐ ডিজিটাল ক্যামেরা বিক্রেতাকে । আমার বন্ধুর ধারনা ছিল ক্যামেরাটি তার কাছ থেকে ছিনতাইকারী ছিনিয়ে নিবে তাই সে আমাদের পাঁচ জনকে নিয়েগিয়েছিল, সে অবশ্য আরো কয়েক জনকে নিতে চেয়েছিল । অবশেষে সাত হাজার টাকা দিয়ে ক্যামেরাটি ক্রয় করা হল । ক্রয়/বিক্রয় পর্ব শেষে আমাদের এক বন্ধু বিক্রেতাকে চায়ের অফার দিলে বিক্রেতা বসুন্ধরা সিটি থেকে বের হয়ে ডান দিকে গিয়ে চা খেতে চাইলেন, আমরা রাজি হলাম কিন্তু আমাদের ক্রেতা বন্ধু চাইল বসুন্ধরা সিটি থেকে বের হয়ে বাম দিকে গিয়ে চা খেতে,অবশেষে চা খাওয়া আর হল না, বিক্রেতার তাড়া থাকাতে তিনিও চলে গেলেন। বিক্রেতা চলে যাওয়ার পরে আমাদের ক্রেতা বন্ধু বাঁকা হাসি দিয়ে বল্ল “উনি যে কারনে বাম দিকে চা খেতে আসলেন না আমিও ঠিক কারনেই ডান দিকে যাই নি”। আপনাদের কাছে আমার প্রশ্ন কি সে কারন, যে কারনে আমরা ডান দিকের চা খেলাম না? . . . . . . কারন আমার বন্ধুর ধারনা ছিল বিক্রেতা ছিনতাইকারী দলের একজন (ভূলে যাবেন না¬ -আমরা ছিলাম পাঁচ জন, বিক্রেতা ছিলেন একা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.