আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ির জ্বালানির ক্ষমতা বেড়ে যাবে দ্বিগুণ

বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ব্যবহারে গাড়ি ও উড়োজাহাজের ইঞ্জিনে জ্বালানির ক্ষমতা দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ সমপরিমাণ জ্বালানিতে বর্তমানের চেয়ে দ্বিগুণ পথ চলা যাবে।

জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক কেন নাইতোহ এবং তাঁর সহযোগীদের উদ্ভাবিত জ্বালানি রূপান্তর তত্ত্ব অনুযায়ী, সাধারণ ইঞ্জিনে উৎপন্ন তাপের কার্যকারিতা দ্বিগুণ বা তার চেয়েও বেশি বেড়ে যাবে।
বর্তমানে প্রচলিত গ্যাসোলিন ইঞ্জিনে যে পরিমাণ তাপ সৃষ্টি হয় তার ৩০ শতাংশ পর্যন্ত কাজে লাগানো যায়। এমনকি শহরে ধীরগতিতে গাড়ি চলার সময় তাপের কার্যকারিতা ১৫ শতাংশ পর্যন্ত নেমে আসে।



গবেষকেরা জানিয়েছেন, নতুন পদ্ধতি ঠিকঠাক ব্যবহার করতে পারলে ইঞ্জিনে জ্বালানি ব্যবহার করে সৃষ্ট তাপের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কাজে লাগানো যাবে। এতে করে বর্তমানের জ্বালানি সংকটের অনেকখানি সমাধান হবে। এতে জ্বালানি ব্যবহারের পরিমাণ ও খরচ যেমন কমবে, তেমনি তা শব্দদূষণ ও পরিবেশদূষণ রোধের পক্ষেও  সহায়ক হবে। একই সঙ্গে নতুন পদ্ধতিতে ইঞ্জিনের শীতলীকরণ ব্যবস্থার তখন আর প্রয়োজন পড়বে না।

এ ছাড়া নতুন পদ্ধতির আরও উন্নতি ঘটানো সম্ভব হলে যানবাহন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি ব্যবহারে তা কাজে আসবে এবং পুরো জ্বালানি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

পিটিআই।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৯ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.