আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ ছুটছে রকেট গতিতে !!!!!!!!!!!!!

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।

১:১৪ থেকে ১:১৬ দুই মিনিটের মধ্যে ৬টি পোষ্ট। এরকম কি আগে কখনও হয়েছে? আমারটা এতো দ্রুত নীচে ণেমে গেল যে খুঁজতে একটু সময় লাগল। প্রতম ধাক্কায় ভাবলাম ব্যাপার কি পোষ্ট নাই কেন, তাহলে কি আবার জেনারেল ? না আছে এই ৬টার সব নিচের টা। ১. নরীর ক্ষমতা দেশে দেশে!!!! লিখেছেন লাল দরজা, ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৬ ২. ফানি ছবি। লিখেছেন পারভীন খােলদা, ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৬ ৩. জামাত এখনও পাকিস্তানের দল, এটা বাংলাদেশর কোন রাজনৈতিক দল নয়। লিখেছেন রশিক রশীদ, ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৬ ৪. দস্যুতাই যাদের জীবন ২: সত্যিকারের রবিনহুড সালভাতর জুলিয়ানো লিখেছেন অপরিচিত_আবির, ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৬ ৫. ইসলামের সাথে মিক্সিং- ঘুটা- ঘুটা লিখেছেন রােশদ সুলতান তপু, ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৫ ৬. বাঁচলো ব্রম্মপুত্র , বাঁচলো যমুনা, সুরমা নিয়ে আশায় আছি। লিখেছেন বাবু>বাবুয়া>বাবুই, ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.