পরির্বতনের সময় এখন....
মন যে আমার বড়ই বেতাল
কোন গগনে দেয় যে উড়াল...
দুখ: ভরা এই হ্রদয়ে
তুমি শুধু আছো জুড়ে.......
কখনো কখনো একটু পাগল হলে কেমন হয়?? ভালো না মন্দ জানা নেই তেবে কখনো কখনো অনিচ্ছায় কোন পাগলামি হয়ে গেলে তা পরবর্তীতে মনে পড়লে হাসি পায়.....
রোদ্রতাপে দগ্ধ হয়ে হাঁটছিলাম কোলাহলপূর্ন এই শহরের ফুটপাত দিয়ে । রাস্তার ওধারে ছায়ায় হাঁটবো বলে রাস্তা পার হওয়ার চিন্তা করলাম....আর সেই জন্য সিগনাল থামার জন্য অপেক্ষা করলাম....হাইকোর্টের মোড়ে.....
অর্ধাংশ পার হয়ে আইল্যান্ডের উপর উঠলাম। ঠিক তখনই কিছু বুঝে উঠার আগেই ওধারে ঝাপিয়ে বৃষ্টি শুরু হলো....আধা হাত সামনে গেলে বৃষ্টি আর আধা হাত পিছনে গেলে রোদ্র....
তাই ভাবলাম কি দরকার সামনে বা পিছনে যাওয়া.....
হাত দুটো দুপাশে ছড়িয়ে দিলাম.....
পাগলা ঐ আবহাওয়ার সাথে
নিজেও না হয় একটু পাগল হলাম......
হাত দুটো প্রসারিত করে
একহাতে ছুয়ে নিলাম বৃষ্টিকে
আর
একহাতে ছুয়ে নিলাম রোদ্রকে.......
আর এই সময়টুকু উৎসর্গ করলাম শুধু তোমাকে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।